বাংলা

কোভিডের উত্স ও চীনের বিরুদ্ধে মার্কিন মিথ্যাচার

cmgPublished: 2023-03-20 16:22:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মোদ্দাকথা, নতুন প্রচেষ্টা চীনকে অসম্মান করার আরেকটি মার্কিনীয় নির্লজ্জ পদক্ষেপ। এমন আচরণ যেন যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ দেশটি নিজের কুকীর্তির কথা ভুলে যায়। রুশ-ইউক্রেন সংঘর্ষ শুরুর দিকে রাশিয়া ইউক্রেনে একটি মার্কিন পরীক্ষাগারে কোভিড-১৯ ভাইরাসসম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষার অস্ত্বিত্ব দেখতে পায়। তখন রাশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানায়। তবে, যুক্তরাষ্ট্র এতে বাধা দেয় এবং দ্রুত পরীক্ষার সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেয়।

কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে যুক্তরাষ্ট্র গোটা দেশে মহামারী প্রতিরোধমূলক মহড়া চালিয়েছিল। কিন্তু কেন? এছাড়াও, সন্দেহজনক ফোর্ট ডেট্রিক জৈব রাসায়নিক অস্ত্রের ঘাঁটি, অ্যানথ্রাক্স, ইবোলা লিকেজ দুর্ঘটনা, এমনকি রক্ত প্রকল্প—কোনটি কুখ্যাত নয়? বিশ্বজুড়ে মহামারীর উত্স অনুসন্ধান করতে চায় দেশটি, কিন্তু যুক্তরাষ্ট্রে এ সংক্রান্ত অনুসন্ধঅন চালাতে দিতে রাজি নয় ওয়াশিংটন! এ কেমন দ্বৈতনীতি?!

পক্ষান্তরে, চীন সবসময় কোভিড-১৯ মহামারীর উত্স অনুসন্ধানকে সমর্থন করে আসছে এবং বিশ্বের বৈজ্ঞানিক উত্স অনুসন্ধানে অংশ নিয়েছে। মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা চীনে এসে তদন্ত করেছেন। ফলাফলে বলা হয়, চীন কোভিড-১৯’র উত্স নয়। তা ছাড়া, বিভিন্ন পর্যায়ে চীন বিভিন্ন মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। চীন সময়মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহামারীর অবস্থা সম্পর্কে জানিয়ে গেছে, প্যাথোজেন সনাক্ত করেছে, বিশ্বের সাথে ভাইরাসের জেনেটিক ক্রম ভাগাভাগি করেছে, এবং রোগ নির্ণয় ও চিকিত্সা পরিকল্পনা প্রকাশ করেছে। চীন আন্তর্জাতিক সমাজের মহামারী প্রতিরোধকাজেও নানানভাবে সাহায্য করেছে।

প্রশ্ন হচ্ছে: যুক্তরাষ্ট্র কী করেছে? যুক্তরাষ্ট্র মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে ব্যর্থ একটি দেশ। অথচ বিশ্বের সবচেয়ে ভালো চিকিত্সাব্যবস্থঅ আছে দেশটিতে। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রথম দিকে মহামারী যুক্তরাষ্ট্রে দু’টি রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক লড়াইয়ের একটি হাতিয়ারে পরিণত হয়। যুক্তরাষ্ট্র চীনের মতো মহামারী প্রতিরোধ করেনি, কিন্তু সবসময় চীনের বদনাম করে আসছে। আমার মনে হয়, বিশ্বের জনগণের কাছে যুক্তরাষ্ট্রের জবাবদিহি করা উচিত!

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn