বাংলা

মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে চীনা কৃষিমন্ত্রী

CMGPublished: 2023-07-28 11:57:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৮: মাইক্রোনেশিয়া ফেডারেটেড স্টেটসের নতুন প্রেসিডেন্ট ওয়েসলি সিমিনার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত কৃষিমন্ত্রী থাং রেন চিয়ান।

ছাব্বিশ জুলাই মাইক্রোনেশিয়ার রাজধানী পালিকিরে এ শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়।

এর আগে ২৫ জুলাই প্রেসিডেন্ট ভবনে সিমিনার সঙ্গে সাক্ষাৎ করেন থাং।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে থাং বলেন, চীন ও মাইক্রোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরেরও বেশি সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি বলেন, চীন মাইক্রোনেশিয়ার সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক আস্থা গভীরতর করতে এবং বিভিন্ন খাত ও পর্যায়ে সংলাপ বাড়াতে চায়, যাতে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ হয়।

চীনা প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সিমিনা বলেন, মাইক্রোনেশিয়া দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করার পাশাপাশি বিভিন্ন খাতের আদান-প্রদান জোরদার করবে এবং অবকাঠামো নির্মাণ, কৃষি ও মত্স্য, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীরতর করবে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়া যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn