বাংলা

ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের

CMGPublished: 2023-07-27 16:28:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬: ইউক্রেন পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং সংকটের প্রভাব নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক উপায় অবলম্বন করতে হবে। স্থানীয় সময় গতকাল (বুধবার) রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের সভায় এ মন্তব্য করেন জাতিসংঘে চীনের প্রতিনিধি কেং শুয়াং।

কেং শুয়াং বলেন, অনেক দিন ধরেই ইউক্রেন পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, নিরীহ মানুষ হতাহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। পাশাপাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চীন উদ্বিগ্ন।

তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, সাধারণ মানুষের দুর্দশা হ্রাস করা ও পরিস্থিতির আরও অবনতি ঠেকানো। এ অবস্থায় দু’পক্ষকেই সংযম প্রদর্শন করতে হবে।

কেং শুয়াং বলেন, চীন বরাবরই সকল দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানে চীন প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn