বাংলা

প্রাচীন শু সংস্কৃতির ধ্বংসাবশেষ পরিদর্শনে প্রেসিডেন্ট সি চি পিং

CMGPublished: 2023-07-27 14:21:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) বিকেলে সিছুয়ান প্রদেশের ত্য ইয়াং শহরে সানসিংতুই জাদুঘরে পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশগত সভ্যতা নির্মাণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন খনন ও গবেষণা এবং পুরাকীর্তি সংরক্ষণ ও পুনরানায়নের প্রচেষ্টা সম্পর্কে খোঁজ-খবর নেন।

সানসিংতুই ধ্বংসাবশেষের অবস্থান ত্য ইয়াং শহরের ইয়াংয্যি নদীর দক্ষিণ তীরে। এটি ২ হাজার ৯শ’ থেকে সাড়ে ৪ হাজার বছর আগেকার প্রাচীন শু সংস্কৃতির ধ্বংসাবশেষ।

সানসিংতুই ধ্বংসাবশেষ ইয়াংয্যি নদীর অববাহিকা অঞ্চলের সংস্কৃতির এক সময়কার সবচেয়ে সমৃদ্ধ ও বৃহত্তম রাজধানীর ধ্বংসাবশেষ। সানসিংতুই জাদুঘরে দেড় হাজারেরও বেশি পুরাকীর্তি প্রদর্শন করা হয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn