বাংলা

রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানি পুনরারম্ভে চীনের সমর্থন

CMGPublished: 2023-07-27 11:49:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানি আবার শুরু হওয়ার বিষয়টিকে সমর্থন করে চীন।

নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যু পর্যালোচনাকালে তিনি বলেন, কৃষ্ণ সাগর বন্দর দিয়ে কৃষিপণ্য পরিবহন চুক্তি এবং রুশ খাদ্যশস্য ও সার রপ্তানির সমঝোতা স্মারক বিশ্বের খাদ্যশস্যের দামের স্থিতিশীলতা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা রক্ষা বিশেষ করে দুর্বল দেশগুলোতে খাদ্যশস্য সরবরাহের জন্য অতি গুরুত্বপূর্ণ।

কেং শুয়াং বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সংলাপ ও পরামর্শ বাস্তবায়নে প্রচেষ্টা চালানো, যাতে পারস্পরিক উদ্বেগ দূর করে যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানি আবার শুরু করা যায়।

জনগণের দুঃখ দূর করা এবং পরিস্থিতির অবনতি এড়ানো অতি জরুরি – একথা উল্লেখ করে তিনি জানান, সামরিক প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে সংযম বজায় রাখার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানায় বেইজিং।

স্থায়ী উপ-প্রতিনিধি বলেন, সংশ্লিষ্ট পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তি মেনে চলা, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস এড়ানো এবং জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-সম্পর্কিত বিপজ্জনক আচরণ বন্ধ করা, যাতে পরমাণু দুর্যোগ এড়ানো যায়।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ বৈঠক ও রাজনৈতিক উপায়ে মতভেদ দূর করাই হবে একমাত্র সঠিক পথ। পরিস্থিতি জটিল হলেও কূটনৈতিক আলোচনার দরজা বন্ধ করা যাবে না। আন্তর্জাতিক সমাজের উচিত কূটনৈতিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ বৈঠকের পরিবেশ তৈরি করা, যাতে ইউক্রেন ইস্যুর রাজনৈতিক সমাধানের সম্ভাবনা সৃষ্টি হয়।

আন্তর্জাতিক সমাজের সঙ্গে যত দ্রুত সম্ভব ইউক্রেন সমস্যার সমাধানে চীন নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn