বাংলা

রিমোট সেন্সিং ৩৬ উপগ্রহের সফল উৎক্ষেপণ চীনের

CMGPublished: 2023-07-27 11:50:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: চীন আজ (বৃহস্পতিবার) সফলভাবে একটি রিমোট সেন্সিং ৩৬ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। দেশটির সিছুয়ান প্রদেশের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে ভোর ৪টা ২ মিনিটে লংমার্চ টু-ডি পরিবহণ রকেট দিয়ে মহাকাশে পাঠানো হয় উপগ্রহটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, উপগ্রহটি তার পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।

এটি লংমার্চ পরিবহন রকেটের ৪৮০তম মিশন।

Share this story on

Messenger Pinterest LinkedIn