বাংলা

নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা সবচেয়ে ভালো: বিশ্বের গণজরিপ

CMGPublished: 2023-03-23 16:27:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৩: চায়না মিডিয়া গ্রুপের ‘সিজিটিএন থিংকট্যাংক’ সম্প্রতি রেনমিন ইউনিভার্সিটির দেশ প্রশাসন ও জনমত গবেষণাগারের সঙ্গে ‘বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা’ শীর্ষক বিদেশিদের জনমত জরিপ আয়োজন করেছে।

জরিপের ফল থেকে দেখা গেছে, অংশগ্রহণকারীরা বেঁচে থাকার অধিকার এবং উন্নয়নের অধিকারসহ বিভিন্ন মানবাধিকারের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। ৮৪.৮ শতাংশ মানুষ মনে করে, উচ্চতর গণতন্ত্র বলে কিছু নেই, নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাই সবচেয়ে ভালো।

জরিপে দেখা যায়, বেঁচে থাকার মৌলিক অধিকার (৪০.৭ শতাংশ) শীর্ষস্থানে রয়েছে। এরপর ‘সবার সম মর্যাদার’ আইন অধিকার (২৯.৩ শতাংশ), অর্থনৈতিক উন্নয়ন (২৯ শতাংশ) এবং জীবনের মান বাড়ানো (২৮.৪ শতাংশ) যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তবে, গণতান্ত্রিক ব্যবস্থার ভোটদান, পশ্চিমা গণতন্ত্রের চিন্তাধারায় ‘একজন এক ভোটের নির্বাচন ব্যবস্থা’ এবং ‘ক্ষমতার ভারসাম্য’ তালিকার প্রথম দশে স্থান পায় নি।

চীন সবসময় মনে করে, গণতন্ত্র দেখানোর বিষয় নয়, বরং তা জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। বহু বছর ধরে, চীন ‘সার্বিক প্রক্রিয়ার গণতন্ত্র নির্মাণ’ জোরদার করেছে, ব্যাপক হারে জনগণের টেকসই অংশগ্রহণ বাস্তবায়ন করেছে। চীনের এমন গণতন্ত্রের চিন্তাধারা জরিপে ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

চীনের এই সার্বিক প্রক্রিয়ার গণতন্ত্র পশ্চিমা দেশের রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির চেয়ে ভিন্ন গণতান্ত্রিক পথ। জরিপে ৭৫.৪ শতাংশ মানুষ মনে করে, ইউরোপ ও আমেরিকার চেয়ে চীনের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন। এ কারণে, চীন সারা বিশ্বে এত উল্লেখযোগ্য উন্নতি করতে পেরেছে। আরো উল্লেখযোগ্য বিষয় হল, আফ্রিকার অংশগ্রহণকারীরা মনে করেন, চীনের রাজনৈতিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক অভিজ্ঞতা সবচেয়ে শিক্ষণীয়।

উল্লেখ্য, এই গণজরিপে ৩৫টি দেশের ৩৭৭৬জন অংশ নিয়েছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn