বাংলা

মস্কোতে চীন-রুশ গণমাধ্যম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

CMGPublished: 2023-03-23 11:32:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৩: চীন-রুশ গণমাধ্যম গোলটেবিল বৈঠক গতকাল (বুধবার) মস্কোর আন্তর্জাতিক সম্পর্ক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। এতে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ ও বিশ্বের নতুন সুযোগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।

এদিন দু’দেশের প্রধান গণমাধ্যমের প্রধানগণ, বিশেষজ্ঞ ও পণ্ডিতরা বৈঠকে অংশ নেন। অংশগ্রহণকারীরা সম্মত হন যে চীন নিজস্ব জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি আধুনিকীকরণের পথে চলছে, যা অন্যান্য দেশের জন্য একটি মডেল পেশ করেছে।

রাশিয়ার আন্তর্জাতিক ইস্যু বিষয়ক কাউন্সিলের সদস্য সেনিসভ বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ চীনা উন্নয়ন মডেলের প্রাধান্য প্রদর্শন করেছে। এ থেকে অনেক কিছু শিখার রয়েছে।

‘রাশিয়া গেলেটের’ সভাপতি নেগোজকা বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ হল শান্তিপূর্ণ উন্নয়নের আধুনিকীকরণ। চীনের আধুনিক উন্নয়ন বিভিন্ন দেশের সঙ্গে কল্যাণমূলক সহযোগিতা গভীরতর করায় অনেক বেশি সুযোগ প্রদান করবে এবং মানবজাতির অভিন্ন উন্নয়নে শক্তিশালী চালিকাশক্তি যোগাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn