বাংলা

‘বেইজিংয়ের শীতকাল’

CMGPublished: 2023-08-01 15:25:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও লেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাও লেই, ১৯৮৬ সালের ২০ জুলাই চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন লোকগানের শিল্পী ও সুরকার।

উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় চাও লেই সংগীত শিখতে শুরু করেন এবং গিটার বাজানো শিখেন। তিনি চীনের সানসি, কানসু, ইয়ুননান ও তিব্বতসহ বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন। এ অভিজ্ঞতা চাও লেইয়ের সংগীত রচনায় নানা সাংস্কৃতিক উপাদান যোগ করেছে।

২০০৩ সালে ১৭ বছর বয়সী চাও লেই নিজের প্রিয় গিটার নিয়ে রাস্তায় বা সাবওয়েতে গান গাওয়ার জীবন শুরু করেন।

২০০৭ সালে চাও লেই চীনের সিছুয়ান, তিব্বত ও ইয়ুননান ভ্রমণ করেন। ভ্রমণের পর তিনি ‘বেইজিংগামী ট্রেন’ এবং ‘বসন্ত কামড়ে দেওয়া’সহ বিভিন্ন গান রচনা করেন।

২০১০ সালের মে মাসে চাও লেই ‘বেইজিং স্ট্রবেরি সংগীত উত্সব’ এবং ‘বেইজিং মিদি সংগীত উত্সবে’ অংশ নেন। ২০১০ সালের অগাস্ট মাসে তিনি ‘সুপার বয়’ সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। সে বছরের ২২ সেপ্টেম্বর চাও লেই বেইজিংয়ের ফাংশানে আয়োজিত ছাংইয়াং সংগীত উত্সবে যোগ দেন।

বন্ধুরা, এখন শুনুন চাও লেই-এর গান ‘বেইজিংয়ের শীতকাল’। গানের কথায় বলা হয়, যখন আবহাওয়া শুকনো হয়, বেইজিংয়ের শীতকালে, কেউ উদ্বিগ্ন হয়, অতীতের বন্ধুর কথা মিস করে। উত্তরের বাতাস আসার সেদিন, পাখি অনেক দূরে চলে গেছে। আমাদের প্রেম, শুধুই অপেক্ষায় পরিণত হয়। ঠান্ডা সকালে, সড়কে আছে হাল্কা আলো। মানুষের ভিড়ে আমার মন খারাপ করা মেয়েটি আছে। বেইজিংয়ের শীতকালে, সাদা তুষার ওড়ে। দূরের শহরে, কেউ কি আমার মতই জানালার সামনে দাঁড়িয়ে স্বর্গের কথা ভাবে!

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাও লেই-এর গান ‘ছোট রুম’। গানের কথায় বলা হয়, আমার ছোট রুম, আমার ছোট রুম, ভাড়া কম, আছে অনেক মুভি ও বই। আমার ছোট রুম, তারার নিচে। শহরের ভবনের মধ্যে। আমার ছোট রুম, বাইরে একটি বড় গাছ, আমার ছোট রুম, যদি আমি চলে যাই, প্লিজ কাঁদবে না। আমার ছোট রুম, আমি তোমার জন্য গান গাইতে চাই। আমার ছোট রুম, আমার তাদের মত হওয়ার প্রয়োজন নেই। আমার ছোট রুম অন্ধকারের চোখ।

আচ্ছা, শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও লেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn