বাংলা

‘আমানি’

CMGPublished: 2023-07-13 14:09:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সঙ্গীতব্যান্ড বিয়ন্ড-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনাবো।

বিয়ন্ড, চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি রক সঙ্গীত ব্যান্ড। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ব্যান্ডের চার সদস্য হলেন- হুয়াং জিয়া জুই, হুয়াং কুয়ান জুং, হুয়াং চিয়াং ছিয়াং এবং ইয়ে সি রুং।

১৯৮৩ সালে ব্যান্ডটি একটি গিটার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। এর মাধ্যমে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পরিচিত হয়। ১৯৮৬ সালে ব্যান্ডটি নিজের খরচেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘বিদায়, আদর্শ’ প্রকাশ করে। ‘বিদায়, আদর্শ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের কথাগুলো এমন: “একাই রাস্তার পাশে বসে আছি, ঠান্ডা বাতাস আমাকে জাগিয়ে তুলেছে। আমার সঙ্গে শুধু আমার ছায়া। শুধুই আমার গিটার কোলে আঁকড়ে ধরি। এমন মুহূর্তে আগের কথাগুলো মনে ভেসে ওঠে।”

১৯৮৮ সালে বিয়ন্ড ব্যান্ড-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘গোয়েন্দা পুলিশ’ প্রকাশের পর হংকংয়ের সংগীতমহলে ব্যান্ডের নাম ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালের ৩০ জুন, ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হুয়া জিয়া জুই মঞ্চে অভিনয়ের সময় এক দুর্ঘটনায় মারা যান। এরপর ব্যান্ডের সদস্যসংখ্যা তিনে নেমে আসে।

বন্ধুরা, এখন শুনুন বিয়ন্ডের গান ‘আমানি’। গানের কথায় বলা হয়, সে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। তার গানে ভালোবাসা প্রকাশ করে। তার সত্যতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সে চলে গেলে আর ফিরে আসবে না, ধোঁয়া আকাশ ও ভবিষ্যতেক লুকিয়ে রাখে। অসহায় ও হিমায়িত চোখ এবং চোখের অশ্রুতে আকাশের দিকে তাকায়। অভিযোগ করে, যুদ্ধের শেষে শিশুরা ব্যথা পায়, আমি সারা বিশ্বের কাছে আহ্বান করি: আমানি, সবাই শান্তিতে থাকুক।

আচ্ছা, শুনুন গানটি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn