বাংলা

পুতিনের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

CMGPublished: 2023-03-22 15:09:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২২: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। চীন-রাশিয়া সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্ট আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা করেন এবং অনেক নতুন ও গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান। উভয় পক্ষ সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ এবং জয়-জয় সহযোগিতার মাধ্যমে কল্যাণকর নীতির ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতাকে উন্নত এবং নতুন যুগে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে গভীরতর করতে একমত হয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের জর্জ হলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জন্য একটি জমকালো অভ্যর্থনার আয়োজন করেন।

দুই রাষ্ট্রপ্রধান একাধিক ছোট ও বড় আকারের বৈঠক করেছেন।

বৈঠককালে সি চিন পিং উল্লেখ করেছেন যে চীন এবং রাশিয়া একে অপরের বৃহত্তম প্রতিবেশী। রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী সুপ্রতিবেশীসুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুসংহত এবং বিকাশ করা ঐতিহাসিক যুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি চীনের কৌশলগত বাছাই- যা কোনো অস্থায়ী ঘটনার কারণে পরিবর্তন হবে না। দশ বছর আগে আমার প্রথম রাশিয়া সফরের পর থেকে চীন এবং রাশিয়া একে অপরকে সম্মান, একে অপরকে বিশ্বাস এবং একে অপরের উপকার করে আসছে। সময় পার হওয়ার সাথে সাথে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী এবং আরও ব্যাপক, বাস্তববাদী এবং কৌশলগত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, নতুন যুগে চীন-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। আমার এবারের রাশিয়া সফর বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা। নতুন যুগে চীন-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বৈচিত্র্যময় করে তুলতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা তৈরি করতে এবং মানবজাতির উন্নতিতে আরও বেশি অবদান রাখতে ইচ্ছুক চীন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn