বাংলা

বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাসের প্রতি গ্রামাঞ্চলের বাচ্চাদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে

CMGPublished: 2023-03-20 15:30:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং শিক্ষা খাতে উন্নত প্রযুক্তির ব্যাপক প্রয়োগ একটি অনস্বীকার্য প্রবণতা। গ্রামাঞ্চলের শিক্ষার উন্নয়ন পরিকল্পনার কাঠামোতে, চীনের দূরবর্তী এলাকার স্কুলের বাচ্চারাও উন্নত প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন অনুভব করছে। আজকের অনুষ্ঠানে চীনের গ্রামাঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাস এবং ব্রাজিলে চীনা ও পর্তুগিজ ভাষার স্কুল সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।

চীনের কানসু প্রদেশের লংনান শহরের ওয়েন জেলার ২ নম্বর মাধ্যমিক স্কুলের ১৪০ বর্গমিটারের ক্লাসরুমে থ্রিডি প্রিন্টার ও ভিআর সরঞ্জামসহ বিভিন্ন উন্নত যন্ত্রপাতি আছে। এসব সরঞ্জামের মাধ্যমে কয়েক শতাধিক পাহাড়ি ছাত্রছাত্রী উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে ও হচ্ছে। তাঁরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে নিজেদের অবদান রাখবে বলেও আশা রাখে।

ওয়েন জেলা চীনের কানসু, সিছুয়ান এবং শাআনসি প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত। প্রাচীনকাল থেকেই এখানকার পাহাড়াঞ্চলে অনেক চরম দরিদ্র জেলার অস্তিত্ব ছিল। অনুন্নত শিক্ষাব্যবস্থার কারণে বাচ্চাদের লেখাপড়ার চাহিদা মেটানো সম্ভব হতো না। তবে, ২০২২ সালের অগাস্ট মাসে, চীনের সংবাদদাতা পরিষদ এবং টেনসেন্ট কোম্পানির যৌথ উদ্যোগে, ওয়েন জেলার ২ নম্বর মাধ্যমিক স্কুলে ‘উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাসরঞ্জাম’ সরবরাহ করা হয়। এর ফলেই স্কুলটি গ্রাফিকাল প্রোগ্রামিং এবং থ্রিডি প্রিন্টসহ বিভিন্ন প্রযুক্তির নতুন ক্লাস চালু করতে সক্ষম হয়।

এ সম্পর্কে স্কুলের ছাত্রী ১২ বছর বয়সের লিয়াও ওয়েন থিং বলে, কম্পিউটার সফটওয়ার দিয়ে মডেল ডিজাইন করা যায় এবং তারপর থ্রিডি প্রিন্টার দিয়ে মডেল প্রিন্ট করা যায়। প্রথমবারের মতো এ প্রযুক্তি দিয়ে মেয়ে লিয়াও ওয়েন থিং একটি কলমদানী তৈরি করেছে। সেটি তার জন্য বেশ চমত্কার স্মৃতি ও অভিজ্ঞতা। ভবিষ্যতে থ্রিডি প্রযুক্তি দিয়ে আরও বড় জিনিস ডিজাইন ও প্রিন্ট করতে চায় সে।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn