বাংলা

চীনের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের নতুন সেমিস্টার শুরু প্রসঙ্গ

CMGPublished: 2023-02-20 15:30:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে, দেশের কোভিড মহামারী পরিস্থিতির অবনতির কারণে, অনেক এলাকার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে অফলাইন ক্লাস নেওয়া স্থগিত হয়ে যায়। তখন থেকেই ছাত্রছাত্রীরা কেবল অনলাইনে ক্লাসে অংশ নিয়ে আসছিল। গত শরত্কালীন সেমিস্টারের শেষ পরীক্ষাও তাঁরা অনলাইনে দিয়েছে।

এখন নতুন বছরে কোভিড পরিস্থিতির উন্নতি ঘটেছে। ভাইরাস এখন অনেক দুর্বল। তা ছাড়া, চীনের অধিকাংশ মানুষ টিকাও নিয়েছে। ফলে, সবকিছু বিচার-বিবেচনা করে, কর্তৃপক্ষ শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা চীনের কয়েকটি শহর ও প্রদেশের কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানে নতুন সেমিস্টারের ক্লাস এবং বসন্ত উত্সবের ছুটি চলাকালে রেলপথে যুব স্বেচ্ছাসেবকদের কাজের কথা তুলে ধরবো।

১৩ ফেব্রুয়ারি চীনের অধিকাংশ এলাকার স্কুলের নতুন সেমিস্টারের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সংবাদদাতারা বেইজিং, থিয়ানচিন, হাইনান আর সিছুয়ানসহ কয়েকটি এলাকার স্কুল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্কুলের ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য অনুভব করেন। তারা দেখেন, বিভিন্ন স্কুলের শিক্ষকরা মজার মজার পদ্ধতিতে ছাত্রছাত্রীদের স্কুলে স্বাগত জানাচ্ছেন।

চীনের থিয়ানচিন মহানগরের খুনমিংলু প্রাথমিক স্কুলের বাইরে নতুন সেমিস্টারের প্রথম দিনে শিক্ষকরা লাল রঙয়ের খরগোশ সেজে ছাত্রছাত্রীদের স্বাগত জানান। ছাত্রছাত্রীরা এতে খুব মজা পায় ও আনন্দের সাথে নতুন সেমিস্টারের ক্লাস শুরু করে।

রাজধানী বেইজিংয়ের মিইয়ুন উপকন্ঠ এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা লিয়াং হং ইয়ান ছাত্রছাত্রীদের প্রথম ক্লাসে কাগজ ভাঁজ করা আর ধাঁধাঁ বিষয় যুক্ত করেছেন। এভাবে শিক্ষার্থীরা অনেকদিন পর স্কুলে এসেও আনন্দময় সময় কাটাতে পারে। দীর্ঘদিন ধরে বাসায় ছুটি কাটানোর পর, বাচ্চাদের কিছুটা সময় লাগবে স্কুলের স্বাভাবিক রুটিনের সাথে খাপ খাওয়াতে। এই শিক্ষক সেটি মাথায় রেখেছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn