বাংলা

চা খান, ঝামেলা হলে আলোচনা করুন

CMGPublished: 2023-03-17 17:13:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এটা হল চীনের মধ্যাঞ্চলের আন হুই প্রদেশের হুয়াই পেই শহরের লিন হুয়ান থানা। একে প্রাচীন চা থানা হিসেবে বলা হয়। এটি একটি হাজার বছরের পুরানো থানা। এখানে সবচেয়ে বিখ্যাত স্থান হল পুরোনো চায়ের দোকান।

লিন হুয়ান মানুষের চান পান করার রীতিনীতির ছয় শতাধিক বছরের ইতিহাস আছে। এখন থানায় ২০টিরও বেশি চায়ের দোকান আছে। ভোর পাঁচটায় খোলে, রাত দশটায় বন্ধ হয়। ইচ্ছা থাকলে আপনি চা দোকানে সারা দিন বসে থাকতে পারেন।

চা দোকানে প্রতিদিন খুব মানুষের ভিড় দেখা যায়। লোকজন চা পান করে, আড্ডা দেয়। এ ছাড়া ঝামেলা হলে, ঝগড়া হলে চা দোকানে বসে কথা বলে মধ্যস্ততা করে। চলো, চা দোকানে বসে সমস্যা সমাধান করি। এটা হল ঝগড়ার সময় লিন হুয়ান মানুষের সবসময়ের অভ্যাস।

এটা হল ই সিন চায়ের দোকান। স্থানীয় সবচেয়ে সমৃদ্ধ চায়ের দোকান। ২০১৭ সাল থেকে লিন হুয়ান থানার গণ-প্রতিনিধি এখানে ‘জাতীয় গণ কংগ্রেস এনপিসি’র প্রতিনিধির বিনিময় কক্ষ’ স্থাপন করা হয়েছে। প্রতি মাসের দশ তারিখে জেলা এবং থানার এনপিসির প্রতিনিধিরা এখানে জনগণের মতামত শোনেন, জবাব দেন এবং জনগণের যৌক্তিক প্রস্তাবগুলো সরকারের কাছে তুলে ধরেন। এদিন থানায় এনপিসি’র প্রতিনিধি হ্য ওয়েই চুন স্থানীয়দের সঙ্গে থানার পুরানো দরজা পুনর্নির্মাণ কাজ নিয়ে আলোচনা করেছেন।

এনপিসি’র প্রতিনিধি হ্য বলেন, দেখুন, আমাদের দক্ষিণের দরজা দারুণ দর্শনীয়। এর উচ্চতা ১৫ মিটার, পূর্ব থেকে পশ্চিম দিকে ১২ মিটার চওড়া, আর দক্ষিণ থেকে উত্তর দিকে ৯ মিটার!

বাসিন্দা শেন রো পিং বলেন, আমাদের লিন হুয়া থানার দরজার ৩ শতাধিক বছরের ইতিহাস আছে। তা আমাদের জায়গার প্রতীক। ৪০ বছর আগে বাতাস ও বৃষ্টির কারণে দেয়াল ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ে। তখন বাধ্য হয়ে দেয়ালটি উঠিয়ে দেই। আমরা আবার থানার দরজা নির্মাণ করতে চাই। যা আমাদের লিন হুয়ানের প্রতীক, আমাদের লিন হুয়ানের মূল চেতনা এটাই।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn