বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৭

CMGPublished: 2023-07-29 19:12:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ

সিএমজির আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

মানুষে মানুষে বন্ধন বাড়াতে এবং সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে উন্নীত করতে একটি বৃহৎ আকারের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি। সম্প্রতি বেইজিংয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এ কর্মসূচি চালুর ঘোষণা দেয়া হয়।

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং সিএমজির যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হু হেপিং এবং সিএমজি প্রেসিডেন্ট শেন হাইসিয়ং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রোগ্রামটি আলো ও ছায়া শিল্প এবং অডিও-ভিজ্যুয়াল ভাষার মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আকর্ষণীয় গল্প বলবে। এটি চীনা, বিদেশী শিল্পী এবং বিশ্বব্যাপী খ্যাতিমান থিয়েটার দলকে বৈচিত্র্যময় শিল্পচর্চায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাবে।

এদিকে, প্যারিস অলিম্পিকস এবং ফ্রাঙ্কো-চীনা বন্ধুত্বের প্রচারের জন্য ২৪ জুলাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চালুর ঘোষণা দিয়েছে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি। ওই দিন থেকে ২০২৪ প্যারিস অলিম্পিকের এক বছরের কাউন্টডাউন শুরু হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn