বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৬

CMGPublished: 2023-07-22 20:37:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ

দেশিয় লোকগানের আসর চালু সিএমজি’র

চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির সৃজনশীল উত্তরাধিকারের প্রচার-প্রসারে দেশিয় লোকগানের আসর চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি বেইজিংয়ে এই নতুন প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

দেশটির ঐতিহ্যবাহী লোকগীতিতে গভীরভাবে সাংস্কৃতিক যে থিমগুলো রয়েছে তা অন্বেষণ করা এই প্রোগ্রামের লক্ষ্য।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানটি ১০টি পর্ব দিয়ে সাজানো হয়েছে। এটি চীনা চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্যের সৃজনশীল উপস্থাপন, উদ্ভাবনী উন্নয়নের একটি সংগীত প্রতিযোগিতা এবং রিয়েলিটি শোতে রূপ নেবে বলে জানানো হয়।

আয়োজকরা আরো জানান, তরুণ সংগীতশিল্পীদের উদ্ভাবনী উত্তরাধিকার এবং বিকাশের মাধ্যমে চীনের গতিশীল সংস্কৃতিকে মূল্য দিতে উত্তর চীনের শানসি প্রদেশের চৌছুয়ান কাউন্টিতে গালা শো মঞ্চস্থ হবে।

তরুণ সংগীত শিল্পীদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি, অনুষ্ঠানটি শ্রোতাদের উত্সাহী অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের নিজ শহরের লোকগানের নিজস্ব রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এইভাবে চীনের লোকসংস্কৃতিকে বিস্তৃত বিশ্বে প্রচার করছে সিএমজি।

এডিনবরা কার্নিভালে চীনা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ দর্শকরা

স্কটল্যান্ডের বৃহত্তম বহুসংস্কৃতির উৎসব এডিনবরা ফেস্টিভ্যাল কার্নিভাল গেল সপ্তাহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn