বাংলা

ভারতের সঙ্গে সীমান্ত-পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় চীন

CMGPublished: 2023-04-28 17:42:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে তিনি চীন-ভারত সীমান্ত পরিস্থিতিকে ‘শিগগির নিয়মিত নিয়ন্ত্রণে’ আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দু’ প্রতিরক্ষামন্ত্রী দু’ দেশ ও তাদের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

লি বলেন, প্রধান প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের মধ্যে পার্থক্যের তুলনায় অভিন্ন স্বার্থ অনেক বেশি।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও ভারতের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক উন্নয়নকে একটি ব্যাপক, দীর্ঘমেয়াদী ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখা এবং বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় যৌথভাবে অবদান রাখা।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দু’দেশের সীমান্ত পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং দু’পক্ষই সামরিক ও কূটনৈতিক মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে।

রহমান/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn