বাংলা

মারা গেছে জায়ান্ট পান্ডা পাও সিন

CMGPublished: 2023-03-22 21:10:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংদুতে মারা গেছে জায়ান্ট পান্ডা পাও সিন।

ছেংদুতে অবস্থিত জায়ান্ট পান্ডা প্রজনন গবেষণা কেন্দ্র মঙ্গলবার রাতে ঘোষণা করেছে যে, একাধিক অঙ্গ বিকল হয়ে ১৪ মার্চ মারা যায় দুই বছরেরও কম বয়সী এ পান্ডাটি।

পাও সিন ২০২১ সালের ২৪ জুন সিচুয়ানে জন্মগ্রহণ করেছিল। তার মা পাও ল্যান হলো লুন লুন ও ইয়াং ইয়াংয়ের তৃতীয় সন্তান, যাদেরকে ১৯৯৯ সালে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সহযোগিতা চুক্তির আওতায় আটলান্টা চিড়িয়াখানায় নেওয়া হয়েছিল। পাও ল্যান ২০১৪ সালের মে মাসে চীনে ফিরে এসেছিল।

ছেংদু গবেষণা কেন্দ্র এক বিবৃতিতে জানায়, পাও সিনের মধ্যে অতিরিক্ত তন্দ্রা, খাবারে অনীহা এবং মানসিক দুর্বলতা দেখা গিয়েছিল। কেন্দ্রের চিকিৎসক টিম দ্রুত তার চিকিত্সা ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করেন। তবে অসুস্থতার ১১ দিনের মাথায় মারা যায় সে।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, পাও সিন গুরুতর প্যানক্রিয়াটাইটিসে ভুগছিল।

রহমান/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn