বাংলা

নতুন যুগ, নতুন পেশা, নতুন সুযোগ

CMGPublished: 2023-04-25 15:59:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে একটি কথা আছে: ৩৬৫টি পেশার প্রতিটি পেশায় শ্রেষ্ঠ কর্মী লালন করা যায়। আগে চীনারা এই সংখ্যা দিয়ে পেশার ধরণ বর্ণনা করত। তবে, এখন সামাজিক উন্নয়নের সঙ্গে আরও নতুন পেশা এবং নতুন ধরনের মানবসম্পদ দেখা যায়। এসব পেশা অনেক বৈশিষ্ট্যময় হতে পারে। আজ এ বিষয়ে কথা বলবো।

যেমন, চীনের গ্রামীণ পুনরুদ্ধার এবং পর্যটন ও সংস্কৃতি শিল্প উন্নয়নের সঙ্গে গ্রামাঞ্চলও মানুষের পছন্দের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। গ্রামে এখন হোমস্টে অনেক বেশি দেখা যায়। এর সঙ্গে হোমস্টের গৃহরক্ষক পেশাও সৃষ্টি হয়েছে। তাঁরা পর্যটকদের স্থানীয় খাবার রান্নার পদ্ধতি শেখান, হোমস্টেকে আরো সুন্দরভাবে সাজিয়ে দেন। তাঁরা বিভিন্ন নির্দিষ্ট সেবা এবং বৈশিষ্ট্যময় অভিজ্ঞতার মাধ্যমে পর্যটক আকর্ষণ করেন।

এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কেনাকাটার সঙ্গে লাইভস্ট্রিমিং-এর মাধ্যমে পণ্য বিক্রি করা আরো জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন বিক্রেতা পেশারও উদ্ভব হয়েছে। এ ছাড়া ড্রোন পাইলট, বাণিজ্যিক ডেটা বিশ্লেষণ পেশার সৃষ্টি হয়েছে। এসব পেশা চীনের বৈজ্ঞানিক উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নের বহিঃপ্রকাশ।

বর্তমানে পেশাদার মানবসম্পদ চীনের মানবসম্পদের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। নতুন উন্নয়নের পর্যায়ে এসব মানবসম্পদ উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নকৌশল বাস্তবায়নের কাজ করা যেতে পারে। যা শিল্প প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়ানো এবং আর্থিক মুনাফা অর্জনের গুরুত্বপূর্ণ ভিত্তি। যা কর্মসংস্থান স্থিতিশীল করা এবং অভিন্নভাবে ধনী হওয়া বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn